করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী অনলাইনে নিত্যপণ্য কেনার চাহিদা বহুগুন বেড়েছে। আর এই চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে ছোট-বড় সব ধরণের ইকমার্স প্রতিষ্ঠান। এর ব্যতিক্রম নয় অ্যামাজন। আর চাহিদা সামাল দিতে গ্রোসারি অর্ডার করা নতুন গ্রাহকদের অপেক্ষমাণ তালিকায় রাখছে ই-কমার্স জায়ান্টটি। খবর রয়টার্স।
গ্রাহকদের অর্ডারের জন্য একটি নির্দিষ্ট সময়ও বেধে দেয়া হয়েছে। পাশাপাশি কিছু হোল ফুড স্টোরে পুরাতন গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে খাবার কেনার সেবা দেয়া হচ্ছে।
অনেক আগ্রহী ক্রেতাই সম্প্রতি গ্রোসারি আইটেম কিনতে গেলে ডেলিভারি স্লট ফাঁকা না থাকায় অর্ডারে করতে পারেননি। তাদেরকে অপেক্ষমাণ তালিকায় রাখছে অ্যামাজন। যদিও প্রতি সপ্তাহে ডেলিভারি স্লট বৃদ্ধি করছে ইকমার্স জায়ান্টটি।
অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমান্বয়ে অর্ডার গ্রহণ করা হবে। উল্লেখ্য, বর্তমানে অ্যামাজন পুরো যুক্তরাষ্ট্রে ৪৮৭টি হোল ফুড স্টোর পরিচালনা করছে।
ডিবিটেক/বিএমটি