এখন ইনস্টাগ্রামের লাইভ স্ট্রিমিং দেখার জন্য আপনাকে আর ফোনের ফিডে নজর রাখতে হবে না। ওয়েবের মাধ্যমেও দেখা যাবে এটি। অনেক ব্যবহারকারীই সম্প্রতি এই ফিচারটি দেখতে পেরেছেন বলে জানা গেছে। খবর এনগ্যাজেট।
মোবাইলের মতোই ওয়েবে একই ধরণের সুবিধা থাকছে এবং দুইজনের স্ট্রিমিং সমর্থন করে। তবে ওয়েবে ভিডিও থেকে কমেন্ট আলাদা থাকছে। ফলে কমেন্টের কারণে আপনার ভিডিও দেখায় প্রতিবন্ধকতা থাকছে না।
যদিও ডেস্কটপ থেকে ব্রডকাস্ট শুরুর সুবিধা এখনও নেই। ফলে এটি অন্যান্য ওয়েববান্ধব লাইভস্ট্রিমিং সেবা থেকে আলাদা।
ইনস্টাগ্রামের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ বা স্বীকার করা হয়নি।
ডিবিটেক/বিএমটি