বুধবার (১ এপ্রিল) থেকে করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা শুরু করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এখানে রোগীদের পরীক্ষা করা হবে। রোগীরা বিনা মূল্যে পরীক্ষা করাতে পারবেন।
রোগীর নমুনা সংগ্রহের পর চার ঘণ্টার মধ্যে জানিয়ে দেয়া হবে তিনি করোনায় আক্রান্ত কি না।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম রাশেদ উল ইসলাম।
জানাগেছে, সন্দেহভাজন ব্যক্তির মুখের লালা কিংবা নাকের সোয়াব নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা করছে বিএসএমএমইউ এর ভাইরোলজি বিভাগ। এস কো বায়োসেপটিক্যাল প্লাস টু মেশিনে এই পরীক্ষা করা হবে।