গত বছর ব্যবসায়ে আগের বছরের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি আয় করেছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি মোট আয় করেছে ১২৩ বিলিয়ন মার্কিন ডলার। আয়ের পাশাপাশি কোম্পানিটি গত বছর মোট মুনাফা করেছে ৮ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার চীনের শেনঝেনে ২০১৯ সালের ব্যবসার নিজস্ব ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানায় হুয়াওয়ে।
অনুষ্ঠানে হুয়াওয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরিক যু বলেন, বাইরের নানান চাপ থাকা সত্ত্বেও ২০১৯ সাল হুয়াওয়ের জন্য অসাধারণ একটি বছর ছিলো। সব প্রতিকূলাতেই গ্রাহকদের বিষয়টি মাথায় রেখেছি। আর গ্রাহক আস্থা এবং কর্মীদের প্রচেষ্টার ফলেই এই সফলতা এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে হুয়াওয়ের গ্রাহক ব্যবসা থেকে বিক্রয় আয় চীনা ইয়েনের হিসেবে প্রায় ৪৬৭.৩ বিলিয়ন ইউয়ান বা ৬৬.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, অন্যান্য বছরের চেয়ে যা প্রায় ৩৪% বেশি।