১৭ মার্চ উন্মোচিত হতে যাচ্ছে রিয়েলমির নতুন স্মার্টফোন ‘রিয়েলমি ৬আই’। কোম্পানিটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ফোনটি হেলিও জি৮০ চিপ, ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে আসছে। খবর জিএসএম এরিনা।
এবার রিয়েলমি জানিয়েছে, ফোনটিতে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ফোনটির সাথে থাকা ইউএসবি-সি পোর্ট দিয়ে চার্জ হবে।
ফোনটিতের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার, যা আগের সংস্করণ থেকে দ্বিগুন উন্নত। এই স্ন্যাপারটি ফোনের ওয়াটারড্রপ নচের মধ্যে থাকবে।
ডিবিটেক/বিএমটি