এবার পুরস্কারের টাকা পাঠানো হলো মোবাইল ওয়ালেট থেকে। শনিবার (৭ মার্চ) ঢাকার হাতিরঝিলের এম্ফিথিয়েটারে ম্যারাথন ও সাইক্লিংয়ের সমাপনী অনুষ্ঠানে পুরস্কারের টাকা প্রদানে এই কাজটি করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০-এর বিজয়ীদের মধ্যে পুরস্কারের টাকা প্রদান করেন তারা।
এসময় ‘নগদ’-এর একটি বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’ সেবাটি ব্যবহার করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
তিনি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান মঞ্চ থেকে চারজন স্বর্ণপদক জয়ী অ্যাথলেটদের পাঁচ হাজার টাকা করে পুরস্কার নিজ হাতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করেন।
এসময় তিনি জানান, ‘নগদ’-এর বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’ ফিচারের মাধ্যমে ‘নগদ’ অ্যাকাউন্ট না থাকলেও টাকা পেতে পারেন একজন মোবাইল ফোন ব্যবহারকারী।