বর্তমান সরকার ডিজিটাল পণ্য উৎপাদনে নানা প্রণোদনা দিচ্ছে। আমাদের গার্মেন্টস শূন্য থেকে শুরু, আমাদের ডিজিটাল ক্ষেত্রও শূন্য থেকে শুরু তাই একটা সময় ডিজিটাল পণ্য রপ্তানি গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
‘প্রযুক্তিই অগ্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে বিসিএস কম্পিউটার সিটির ২০ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী ‘সিটি আইটি মেলা ২০২০’ সোমবার (২ মার্চ ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সালমান এফ রহমান এই কথা বলেন।
এই সময় তিনি আরো বলেন, প্রাইমারি স্কুল থেকে কোডিং বাধ্যতামূলক করা হবে। বাচ্চারা সহজে ভাষা শিখতে পারে। তারা যদি প্রাইমারি স্কুল থেকে কোডিং শিখে তাহলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোডিং নিয়ে কাজ করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বলেন, আইটি জগত এগিয়ে যাচ্ছে। আমরা আর্ন্তজাতিকভাবে অনেক পুরষ্কার পাচ্ছি। সরকার আইটি খাতে ভ্যাট ও ট্যাক্স বাতিল করছে বা তা কমিয়ে দিচ্ছে। সবার অংশগ্রহণে আমরা ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিবো যাবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, মেলায় আহবায়ক এ ল মজহাব ইমাম চৌধুরী, ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান।
এই মেলায় দেশি-বিদেশি নামি-দামী ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে থাকছে আকর্ষনীয় পুরস্কার ও নানা রকম অফার। প্রতিদিন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য থাকছে প্রযুক্তিপণ্য উপহার, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাগ্যবান দর্শনার্থীরা পেয়ে যেতে পারেন স্মার্ট টিভি, গেমিং কি-বোর্ড, গেমিং মাউস, পাওয়ার ব্যাংকসহ নানা ধরনের চমকপ্রদ উপহার। এছাড়াও সাধারণ দর্শনার্থী ও ক্রেতাদের জন্য থাকছে সেলফি প্রতিযোগিতা, মুভি-শোসহ আরো অনেক কিছু।
আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।