রিয়েলমি তাদের ৬ সিরিজের পরবর্তী ফোন রিয়েলমি ৬ এবং ৬ প্রো উন্মোচনের দিনক্ষণ ঠিক করে ফেলেছে। রিয়েলমি ভারতের প্রধান নির্বাহী কর্মকর্তা মাধব শেঠ টুইটারে পোস্টের মাধ্যমে শিগগিরই ফোন দুটি উন্মোচনের কথা জানিয়েছে। খবর জিএসএম এরিনা।
আলাদা পোস্টে তিনি নিজের এবং বলিউল সুপারস্টার সালমান খানের তোলা ছবি নমুনা হিসেবে প্রকাশ করেছেন। ছবিতে যে ওয়াটারমার্ক রয়েছে তার মাধ্যমে বোঝা গেছে লোয়ার মিড রেঞ্জ ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রধান সেন্সর ও পিছনে সর্বমোট চার ক্যামেরা থাকছে।
কোম্পানিটির অফিশিয়াল টুইটার প্রোফাইল থেকে প্রকাশিত টিজারে বোঝা গেছে, উল্লেখিত রিয়েলমি ৬ সিরিজের ফোন শিগগিরই আসছে। তবে ফোনটি উন্মোচনের তারিখ কিংবা স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি।
ডিবিটেক/বিএমটি