এমন একটি দোকানে গেলেন যেখানে কোনো কাউন্টার নেই, নগদ টাকা পরিশোধের মতো বিষয়টিও নেই। তাহলে খুব মজার হবে তাই না? হ্যাঁ, তেমনই একটি স্টোর চালু করেছে ইকমার্স জায়ান্ট অ্যামাজন। খবর এনগ্যাজেট।
মঙ্গলবার সিয়াটলে এই স্টোর চালু করা হয়েছে। প্রায় ১০ হাজার ৪০০ বর্গফুটের বিশাল জায়গা জুড়ে উদ্বোধন হয়েছে স্টোরটি। রয়েছে ৫০০০ পণ্য। ব্যবহার করা হয়েছে বহু ক্যামেরা, সেলফ সেন্সর এবং সফটওয়্যার। ক্রেতারা স্টোরে এসে তাদের পছন্দমতো পণ্য কিনে নিয়ে সাধারণভাবেই দরজা দিয়ে বের হয়ে যাবেন, পণ্য পরিশোধের ঝামেলা নেই।
তবে যখনই তারা স্টোরটি থেকে বের হয়ে যাবে একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে মূল্য পরিশোধ হবে।
এটি ব্র্যান্ডটির এধরণের প্রথম উদ্যোগ নয়। ২০১৮ সাল থেকে একাধিক গ্রো কনভেনিয়েন্স স্টোর চালু করেছে অ্যামাজন। তবে এই প্রযুক্তি ব্যবহার করে এতো বৃহৎ স্টোর এবারই প্রথম।
ডিবিটেক/বিএমটি