সেবা নীতিতে (টার্মস অফ সার্ভিস বা টিওএস) পরিবর্তন আনছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। শর্তের অধীনে আসছে গুগল ক্রোম, গুগল ক্রোম ওএস এবং গুগল ড্রাইভ।
আগামী ৩১ মার্চ থেকে কার্যকর হবে নতুন শর্ত। গোপনতা নীতিমালায় কোনো পরিবর্তন আসছে না।
ইতোমধ্যেই গ্রাহককে বিষয়টি নিয়ে সতর্ক করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
গুগলের দাবি, এই আপডেটের মাধ্যমে “পাঠযোগ্যতা উন্নত হবে” এবং “যোগাযোগ আরও ভালো হবে।” এর পাশাপাশি ক্রোম/ওএস এবং গুগল ড্রাইভও আসবে নতুন টিওএস-এর আওতায়।
গুগলের এক ইমেইল নোটিফেকশনে বলা হয়েছে, “আমরা আমাদের টার্মস অফ সার্ভিস আপডেট করছি। ২০২০ সালের ৩১ মার্চ এটি কার্যকর হওয়ার আগেই আমাদের শর্তগুলো জেনে নিন।”