‘বল এখন আদালতে। আমাদের করার কিছু নেই। এক হাজার কোটি টাকার নিচে কোনো টাকা গ্রহণ করতে পারবে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।’
গ্রামীণ ফোনের অডিট আপত্তি নিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ আবেদনের রায় বিষয়ে এমন মন্তব্য করেন বিটিআরসি চেয়ারম্যার জহুরুল হক।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিটিআরসি’র সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন আমাদের কাছে আদালতের সার্টিফিকেশন কপি এলেই আমরা এক হাজার কোটি টাকা নেবো। এটা না করলে আমরা সৎ ও যোগ্য প্রশাসক নিয়োগ করে বকেয়া আদায় করবো।
জহুরুল হক বলেন,১৩ হাজার কোটি টাকা পাওনা পরিশোধ না করায় আমরা আদালতের দারস্থ হই। আবেদনের পরিপ্রেক্ষি হাইকোর্ট কমপক্ষে দুই হাজার টাকা দিলে আলোচনা হবে। এর পর তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করে। এরইমধ্যে গতকাল তারা ১০০ কোটি টাকা নিয়ে এসেছিলো। কিন্তু আমরা নেইনি। কেননা আইন অনুযায়ী তা করা যাবে না। এখন এক হাজার কোটি টাকার নিচে কোনো কিছু করার নয়।