মাইক্রোসফটের অফিস অ্যাপের সকল প্রোগ্রামই এক অ্যাপে আনতে গত নভেম্বরে অল-ইন-ওয়ান অফিস অ্যাপ ঘোষণা করে সফটওয়্যার জায়ান্টটি। পরীক্ষামূলক সংস্করণ শেষে এবার সবার জন্য উন্মুক্ত হয়েছে মোবাইল-ফাস্ট অ্যাপ্লিকেশনটি। খবর এনগ্যাজেট।
পরিকল্পনা কিছুটা পরেও থাকলেও তার আগেই প্লে স্টোর ও অ্যাপল স্টোরে অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। তবে আইফোন সংস্করণটি এখনও বেটা সংস্করণে রয়েছে।
এই মুহুর্তে কিছু কিছু ট্যাবলেট থেকে অ্যাপটি ব্যবহার করা যাবে। তবে কোনো আইপ্যাড সংস্করণ আপাতভাবে প্রকাশ করা হয়নি।
নতুন এই অফিস অ্যাপে থাকছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট। এর হোম স্ক্রিণে সর্বশেষ তৈরি, সম্পাদনা কিবা দেখা হয়েছে এমন ফাইলগুলোর তালিকা দেখাবে। এর মাধ্যমে কম সময়ে ব্যবহারকারীরা সহজে অফিস ফাইল নিয়ে কাজ করতে পারবে বলে প্রত্যাশা করছে মাইক্রোসফট।
ডিবিটেক/বিএমটি