নোভেল করোনাভাইরাসের জেরে বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে সনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। খবর এনগ্যাজেট।
খবরটি এমডব্লিউসির জন্য বড় ধরনের ধাক্কা। কারণ, এর আগেও এলজি, এনভিডিয়া, এরিকসন, স্যামসাং ও অ্যামাজন বিশ্বের সর্ববৃহৎ এই মোবাইল প্রদর্শনীতে অংশ না নেয়ার কথা জানিয়েছে।
সনি সাধারণত এই আয়োজনের সবচেয়ে বড় অংশীদার এবং প্রতিবার গুরুত্বপূর্ণ নতুন ফোন উন্মোচন করে। এবছর এক্সপেরিয়া ৫ প্লাস উন্মোচন করার কথা শোনা যাচ্ছিলো।
সংবাদ বিজ্ঞপ্তি মতে, এমডব্লিউসিতে অংশগ্রহণের পরিবর্তে সনি তাদের অফিশিয়াল এক্সপেরিয়া ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে।
ডিবিটেক/বিএমটি