রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ষোড়শ বেসিস সফট এক্সপো। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ভাঙবে হবে চার দিনের এই মিলন মেলা। নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি শেষ দিনে অনুষ্ঠিত হবে ৬টি আলোচনা সভা ও সেমিনার।
দিনের শুরুতেই বেলা সাড়ে ১১টায় ১ নং হলের দ্বিতী তলায় অনুষ্ঠিত হবে ভূমি প্রশাসনের ডিজিটাল রূপান্তরের ওপর আলোচনা সভা।
একই সময়ে ওই হলের নিচতলায় বসবে স্ট্যান্ডার্ড এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং বাস্তবায়ন প্রক্রিয়া বেঞ্চমার্কিং বিষয়ক সেমিনার।
অন্যদিকে সেমিনার হলে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশের প্রেক্ষিতে ৫জি ও আইওটি’ বিষয়ক সেমিনার।
বিকেল ৩টায় ১ নং হলের দ্বিতীয় তলায় ‘ডিজিটাল ব্যাবসা : নীতি ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। একই সময়ে ‘স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে ক্লাউড কম্পিউটিং’ নিয়ে সভা বসবে এই হলের নিচ তলায়।
অপরদিকে সেমিনার হলে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহারের সুযোগ ও চ্যালেঞ্জ’নিয়ে সেমিনার।