বিজ্ঞাপন আয়েও বিশ্বের শীর্ষ সব টেলিভিশন চ্যানেলগুলোকে ছাড়িয়ে গেছে ইউটিউব। বিদায়ী ২০১৯ সালে আয় করেছে ১৯০ কোটি ডলার। ২০০৬ সালে গুগল কিনে নেওয়ার পর এই আয় বেড়েছে নয় গুন। একইসঙ্গে ২০১৮ সালের যে কোনো প্রধান টিভি নেটওয়ার্কের আয়ের চেয়েও দ্বিগুণেরও বেশি আয় করেছে এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইটটি।
বিশ্বের শীর্ষ টেলিভিশন চ্যানেল ফক্স, সিবিএস এবং এনবিসি টিভির বিজ্ঞাপন থেকে আয়ের সঙ্গে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের আয়ের তুলনা করে এই তথ্য দিয়েছে জার্মানি ভিত্তিক গবেষণা ও বিশ্লেষণী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা।
স্ট্যাটিস্টা’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে মার্কিন চ্যানেল এনবিসি বিজ্ঞাপন থেকে আয় করে ৭০০ কোটি মার্কিন ডলার। আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা অপর মার্কিন চ্যানেল সিবিসি’র আয় হয় ৬০০ কোটি মার্কিন ডলার।
অপরদিকে তৃতীয় অবস্থানে থাকা ইজরাইল ভিত্তিক ক্যাবল নেটওয়ার্ক ফক্স নিউজে প্রচারিত হয়েছে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের বিজ্ঞাপন।
ইউটিউবের এখন বিশ্বজুড়ে ২০০ কোটি মাসিক ব্যবহারকারী রয়েছে। প্রতিদিন এখানে ২৫০ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন দর্শকরা। তবে এ থেকে আয়ের বেশিরভাগই ভিডিও নির্মাতার কাছে চলে যায় বলে বলে দাবি করেছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই বলেছেন, ইউটিউবের উল্লেখযোগ্য সংখ্যক চ্যানেলই আয়ের ধারায় রয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন চাড হার্লে, স্টিভ চেন এবং জাভেদ করিম নামের তিন তরুণ। জনপ্রিয় অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপালের প্রতিষ্ঠাতা ও ছিলেন তারা। ২০০৬ সালে এক দশমিক ৬৫ বিলিয়ন ডলারে তাদের থেকে ইউটিউব কিনে নেয় গুগল।