২০১৭ সালে টুইটার ভাইনে আপলোড সুবিধা বন্ধ করে দেয়ার পর শর্ট ভিডিও ক্রিয়েটারদের কমিউনিটি অনেকটা একা হয়ে যায়। যার ফলশ্রুতিতে টিকটক এগিয়ে যায়, তবে এখনও সেটি ভাইনের মতো হতে পারেনি।
২০১৭ সালের শেষের দিকে ভাইনের সহ-প্রতিষ্ঠাতা ডম হফম্যান ভাইনের বিকল্প তৈরির কথা জানান। অবশেষে প্রায় একমাস ক্লোজড বেটা সংস্করণের পর অবশেষে সবার জন্য অ্যান্ড্রয়েড ও আইওএসে উন্মুক্ত হচ্ছে ‘বাইট’ নামের নতুন অ্যাপ।
ছয় সেকেন্ডের ভিডিও তৈরির এই অ্যাপটিতে ভিডিও প্রস্তুতকারকদের আয় করার সুযোগ থাকবে। গুগল অ্যাকাউন্ট অথবা অ্যাপল আইডি দিয়ে অ্যাপটিতে লগইন করা যাবে। বাইট কি পারবে টিকটককে টেক্কা দিতে?
ডিবিটেক/বিএমটি