চলতি সপ্তাহে একজন হ্যাকার ৫ লাখ ১৫ হাজারের অধিক সার্ভার, হোম রাউটার এবং আইওটি স্মার্ট ডিভাইসের পাসওয়ার্ড অনলাইনে ফাঁস করে দিয়েছে। খবর জেডডিনেট।
জনপ্রিয় হ্যাকিং ফোরামে তালিকাটি প্রকাশ করা হয়। যে তালিকায় প্রতিটি ডিভাইসের আইপি অ্যাড্রেস, ডিভাইসগুলো অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্য রিমোট অ্যাক্সেস প্রোটোকল টেলনেটের ইউজার নেইম এবং পাসওয়ার্ড রয়েছে।
যদিও হ্যাকার বলছে, তিনি টেলনেট পোর্টের মাধ্যমে গোটা ইন্টারনেটে স্ক্যানিংয়ের মাধ্যমে এসব তথ্য কম্পাইল করা হয়েছে। এরপর হ্যাকার প্রথমত ফ্যাক্টরি-সেট ডিফল্ট পাসওয়ার্ড ও ইউজার নেইম, দ্বিতীয়ত সহজে ধারনা করা যায় এমন পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে।
হ্যাকার ডিভাইসগুলোতে সংযুক্ত হয়ে তাতে ম্যালওয়্যার ইনস্টল করে দেয়। এটি এখন পর্যন্ত টেলনেট পাসওয়ার্ড ফাঁস হওয়া ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনা।
ডিবিটেক/বিএমটি