‘শ্রেণিভিত্তিক বিজ্ঞানবাক্স’ ও মনোযোগ বাড়ানোর খেলা ‘ফোকাস চ্যালেঞ্জ’ নিয়ে এবারের বাণিজ্য মেলায় নজর কেড়েছে শিক্ষামূলক বিনোদন উপকরণ তৈরির জন্য সুপরিচিত অন্যরকম গ্রুপ। পঞ্চম শ্রেণির সকল এক্সপেরিমেন্ট নিয়ে মেলায় হাজির হয়েছে নতুন বিজ্ঞানবাক্স।
অল্প কয়েক দিনের মধ্যে জ্যামিতিক আকৃতি দিয়ে নানারকম চিত্র তৈরির খেলা ‘ট্যানগ্রাম’ এবং স্মার্টকিট ‘ক্যাপ্টেন কিউরিয়াস’ অবমুক্ত করা হবে বলে জানিয়েছ অন্যরকম বিজ্ঞানবাক্স কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় প্রতিটি বিজ্ঞানবাক্সে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। এছাড়াও থাকছে বিজ্ঞানবাক্সের পক্ষ থেকে বিশেষ উপহার পাবার সুযোগ, যেমন- খাতা, ব্যাজ, স্টিকার ইত্যাদি। প্রতি সপ্তাহে তিনজন ক্রেতা #ilovebigganbaksho হ্যাশট্যাগটি ব্যবহার করে পেয়ে যাবেন সেলফি স্টিক, ভিআর বক্স, স্কুলব্যাগসহ দারুণ সব উপহার।
মেলা প্রাঙ্গনের প্রথম গেট দিয়ে ঢুকলেই হাতের বামের বিজ্ঞানবাক্স স্টল থেকে এই সুবিধা মিলছে।
প্রসঙ্গত, বিজ্ঞানবাক্সগুলো মূলত এতোদিন বিষয়ভিত্তিক ছিলো। এগুলো হলো আলো, চুম্বক, তড়িৎ, রসায়ন, শব্দ এবং মাপজোখ।