আজ জীবনের নিত্য সঙ্গী স্মার্টফোন। বিশেষ করে কিশোর-তরুণরা এই ইলেকট্রনিক ডিভাইস ছাড়া চলতেই পারেন না। কিন্তু গবেষণা বলছে, এই স্মার্টফোনই আমাদের একটু একটু করে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। অকাল মৃত্যু ডেকে আনছে স্মার্টফোন।
এমন তথ্যই জানিয়েছেন, কলম্বিয়ার ইউনিভার্সিটি অব বারাঙ্কুইলা বিশ্ববিদ্যালয়ের গবেষক মন্টিলা-মরোন এবং সিমন বলিভার।
গবেষণা প্রতিবেদনটি এসিসি ল্যাটিন আমেরিকা কনফারেন্স ২০১৯ এ উপস্থাপন করা হয় বলে খবর দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
তাদের গবেষণা বলছে, স্মার্টফোন আসক্তি আমাদের তরুণ প্রজন্মকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এটি শারীরিক কাজ কমাচ্ছে এবং ওজন বাড়াচ্ছে।
অপর এক সমীক্ষায় বলা হয়েছে কোনও টয়লেটের থেকেও ১০ গুণ বেশি রোগ জীবাণু রয়েছে স্মার্টফোনে। অথচ এক তৃতীয়াংশ মানুষ নিজেদের ব্যবহৃত স্মার্ট ফোন পরিষ্কার করেন না। ত্বকের সমস্যার একটি বড় কারণ হল এই স্মার্ট ফোন। এর জীবাণু থেকেই আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
বলা হয়েছে, স্মার্টফোনের কারণে হতে পারে মারণ রোগ ক্যান্সার। চোখের সমস্যা, মাইগ্রেন, হার্ট অ্যাটাক ইত্যাদি তো রয়েছেই।
তাই যতটা সম্ভব স্মার্ট ফোন থেকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করতে পরামর্শ দিয়েছেন গবেষকরা।