অ্যাপলের নিউজ সেবার মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা ১০ কোটি পেরিয়েছে। এছাড়া গত ক্রিসমাস থেকে নতুন বছরের মধ্যবর্তী সময়ে গ্রাহকরা অ্যাপ স্টোরে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে। খবর এনগ্যাজেট।
স্মার্টফোন ও অন্যান্য হার্ডওয়্যারের চাহিদা বেড়ে যাওয়ায় অ্যাপলের অ্যাপস ও অ্যাপল টিভি প্লাস সাবস্ক্রিপশন অথবা অ্যাপল কেয়ার মেইনটেইনেন্স প্যাকেজের মতো সাবস্ক্রিপশন সেবার বিক্রি বেড়েছে।
অ্যাপল জানিয়েছে, গত ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে গ্রাহকরা অ্যাপ স্টোরে ১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার খরচ করেছে, যা আগের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। শুধুমাত্র ১ জানুয়ারি আয় হয়েছে ৩৮৬ মিলিয়ন ডলার, যা ২০ শতাংশ বেশি।
গত বছরের তুলনায় নিউজ অ্যাপের গ্রাহক সংখ্যা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। যদিও অ্যাপল নিউজ প্লাস সার্ভিসের গ্রাহক সংখ্যা প্রকাশ করেনি, যার মাসিক খরচ ৯ দশমিক ৯৯ ডলার।
ডিবিটেক/বিএমটি