অ্যামাজনের স্ট্রিমিং ডিভাইস ফায়ার টিভির সক্রিয় গ্রাহকের সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে। সোমবার এই তথ্য জানিয়েছে অ্যামাজন। খবর রয়টার্স।
এর ফলে রকুর চেয়েও এগিয়ে গেলো ডিভাইসটি। গত নভেম্বরে রকু জানায় তাদের সক্রিয় গ্রাহকের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ।
২০১৪ সালে অ্যামাজন ফায়ার টিভি স্টিক উন্মোচন করে, যাতে টেনফ্লিক্স ও হুলু কনটেন্টসহ ভিডিও সরাসরি টেলিভিশনে দেখা যায়। গত সেপ্টেম্বরের তুলনায় এর গ্রাহক সংখ্যা ৮ শতাংশ বেড়েছে।
বর্তমানে যেসব স্ট্রিমিং ডিভাইস বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মের বান্ডেল কনটেন্ট দেখায় সেসব ডিভাইসই বেশি জনপ্রিয়তা পাচ্ছে। সেক্ষেত্রে এগিয়ে গিয়েছে অ্যাপল টিভি, ক্রোমকাস্ট, ফায়ারটিভির মতো ডিভাইসগুলো।
ডিবিটেক/বিএমটি