ঠোঁট মেলানোর পাশাপাশি চেহারাও জুড়ে দেয়া যাবে টিকটকে! টিকটক এর চীনা সংস্করণ দোওইনে ‘ফেস সোয়াপ’ নামের এই ফিচারটির কোডটি খুঁজে বের করেছে ইসরাইলি সিকিউরিটি ফার্ম ‘ওয়াচফুল এআই’।
নতুন এই ফিচারটির মাধ্যমে সিনেমার নায়ক-নায়িকাদের ভিডিওতে নিজের চেহারা বসাতে পারবেন ব্যবহারকারীরা।
তবে ইতিমধ্যেই এই কোডটি সরানো হয়েছে বলে সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চকে জানিয়েছে টিকটক।
সূত্রমতে, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এর তৈরি এই ‘ফেস সোয়াপ’ কোড ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরিতে পুরো চেহারা স্ক্যান করাতে হয়। এরপর পছন্দের ভিডিও নির্বাচন করে তাতে নিজের চেহারা বসিয়ে ডিপফেক ভিডিও বানানো যায়। চাইলে ভিডিওটি শেয়ারও করা যায়।
তবে ‘এখন অ্যাপে ফিচারটি সক্রিয় নয় এবং ভবিষ্যতে এটি চালুরও কোনো পরিকল্পনা নেই’ বলে দাবি করেছে টিকটক।