ভারতে পুলিশ মুসলমানদের ওপরে অত্যাচার, আক্রমণ চালাচ্ছে। এই অভিযোগ করে টুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছিলেন। ভিডিওটিতে দেখা যায়, নীল রঙের উর্দিধারী পুলিশ লাঠি হাতে রয়েছেন, তার সামনে পড়ে রয়েছেন একজন। যা বাংলাদেশের ব়্যাব বা ব়্যাপিড অ্যাকশন ফোর্সের পুরনো ভিডিও বলে জানা যায়।
ভুয়া খবর ছড়িয়ে পড়তেই স্যোসাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। নানা মহল থেকে কটাক্ষের শিকার হন পাক প্রধানমন্ত্রী। তারপরই পোস্টটি টুইটার থেকে মুছে দেওয়া হয়।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ কী ভাবে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর লাঠিচার্জ করছে। টুইটারে ওই ভিডিওটি শেয়ার করামাত্র তা হোয়াট্সঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কিছু ক্ষণের মধ্যেই নেটিজেনরাই উল্লেখ করেন, ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-এর সদস্য ওরা।