আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন। প্রথম বারের মতো এই সিটিতে ইভিএমে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য প্রস্তুত করা হয়েছে ৩৫ হাজার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
নির্বাচনে ২ হাজার ৪০০-এর বেশি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৬০০-এর মতো ভোটকক্ষে ব্যালট বাক্সের পরিবর্তে স্থাপন করা হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন।
ভোটকেন্দ্রে এই মেশিনগুলোর কারিগরি সহযোগিতার জন্য প্রতি ভোটকেন্দ্রে দায়িত্ব দেয়া হচ্ছে দুই জন করে সশস্ত্রবাহিনীর সদস্য।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘প্রথমবারের মতো পুরো ঢাকা মহানগরে একসঙ্গে ইভিএমে ভোট করতে ইসি পুরোপুরি প্রস্তুত। সব মিলিয়ে আমরা রিজার্ভসহ ৩৫ হাজার ইভিএম রাখার পরিকল্পনা করেছি, যাতে করে কোথাও ফেইল না করে। প্রতি কেন্দ্রে ব্যাকআপ হিসেবে একটি করে ইভিএম রাখার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘ভোটের আগে ২৫ এবং ২৬ জানুয়ারি প্রত্যেক কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় কীভাবে ভোট প্রদান করতে হবে সে বিষয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। ২৮ জানুয়ারি ফাইনাল মক ভোটিং করা হবে, সেখানে সশস্ত্রবাহিনী টেকনিক্যাল টিমও মোতায়েন থাকবে। ৩০ তারিখের মতো সেদিন মক ভোটিংয়ে কেন্দ্রগুলো সাজানো হবে।’
ইসি সূত্রমতে, দুই সিটিতে ইভিএমে ভোটের জন্য ১৯টি পয়েন্ট থেকে প্রশিক্ষণ, ডেমোনেস্ট্রেশন, মক ভোটিং ও ভোটকেন্দ্রে বিতরণের জন্য ইভিএম রাখা হবে। এর মধ্যে উত্তরের ইভিএম থাকবে ৮টি পয়েন্টে, আর দক্ষিণে ১১টি পয়েন্টে।