মুজিব বর্ষে প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হবে জনবান্ধ ১০০ ডিজিটাল সেবা। তবে এর আগে এই সেবাগুলোর মান ও ব্যবহারযোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষা-নিরীক্ষার পরই এগুলো জনগণের জন্য উন্মোচন করা হবে।
রোববার (২৯ ডিসেম্বর) ‘১০০ ডিজিটাল সার্ভিস মূল্যায়ন’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কর্মশালায় সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাক্সেস টু ইনফরমেশনের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারপারসন উম্মে হাসনা, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ।
কর্মশালায় মন্ত্রী বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১০০টি ডিজিটাল সেবা প্রস্তুত করা হচ্ছে। আজকে ১০টি ডিজিটাল সার্ভিস নিয়ে মূল্যায়ন কর্মশালা হয়েছে। এগুলো আরও বিশদভাবে মূল্যায়ন করা হবে। এরপর এগুলোকে চূড়ান্ত করা হবে।
এর আগে ব্যবহার করে কিভাবে জনগণের সর্বোচ্চ কল্যাণে আসে তাও যাচাই করা হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, এই দশটি সার্ভিসের সঙ্গে আরও ৯০টি ডিজিটাল সার্ভিস নির্বাচন করে, সেগুলোকেই একইভাবে এই ধাপগুলো পার করে চূড়ান্তভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।