ওয়েব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে দক্ষতার পরিচয় দিয়ে দ্বিতীয় সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির দল ইএসবিএইচ দল। এই দলের সদস্যরা হলেন হৃদয়, অমিত হাসান এবং সাদেকুল ইসলাম।
প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের এরর স্কোয়াড বাংলাদেশ দল। দ্বিতীয় রানার্সআপ হয়েছে সেন্টার ফর টেকনোলজির টিম ৩০২।
রোববার, (২৯ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় বাংলাদশে কম্পিউটার সমিতির সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি, আইএসপিএবি সাধারণ সম্পাদক ইমদাদুল হক, বাক্য সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দক্ষ সাইবার নিরাপত্তাকর্মী খুঁজে বের করার উদ্দেশে এ্যাট বাংলাদেশের উদ্যোগে গত ১০ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই প্রতিযোগিতা শুরু হয়।