টেলিটক ও পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (৫ জি) পরিষেবাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে ৬টি বিদেশি কোম্পানি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসব কোম্পানি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
তিনি বলেছেন, একটি সংস্থা ইতিমধ্যে টেলিটকের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ব্যবসায়ের প্রস্তাব আমাদের পাঠিয়েছে এবং আমরা এটি বিবেচনা করছি। এছাড়াও আরো কিছু সংস্থা বাংলাদেশে ৫জি পরিষেবার জন্য লাইসেন্স পেতে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে বিনিয়য়োগ করতে বিদেশি টেলিকম সংস্থাগুলো বেশ আগ্রহী বলেও জানান তিনি।
মোস্তফা জব্বার বলেন, আমি এতো বিনিয়োগের প্রস্তাব নিয়ে আছি যে, আমি ইতিমধ্যে একটি চাপযুক্ত পরিস্থিতিতে আছি। আমাদের এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছুতে হবে।
এদিকে টেলিটকের নেটওয়ার্ককে আরো শক্তিশালী করতে ইতিমধ্যেই ৩ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগের জন্য সরকারের কাছে একটি প্রস্তাব দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন হলে অপারেটরের কভারেজ স্তর ৩০ শতাংশ থেকে ভৌগোলিক অবস্থানের ৮০ শতাংশে প্রসারিত হবে বলে জানিয়েছেন মন্ত্রী।