মুঠোফোনে এক্সটার্নাল কী-বোর্ড যুক্ত করে প্রমিত রীতিতে বাংলা লেখার সুবিধা চালু করলো বিজয়। শনিবার (১৪ ডিসেম্বর) গুগল প্লে স্টোরে প্রকাশ করলো ‘বিজয় অ্যান্ড্রয়েড’ অ্যাপ্লিকেশন।
শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ এই অ্যাপ্লিকেশনটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ‘বিজয় বাংলা’ কি-বোর্ড এর রূপকার মোস্তাফা জব্বার।
তিনি জানান, এই কীবোর্ডে অতীতের সকল দুর্বলতা কাটিয়ে যুক্ত করা হয়েছে এক্সটার্নাল কীবোর্ড। এখন আপনি মোবাইলের কীবোর্ড ছাড়াও বাংলা লিখতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
অ্যাপটি ইন্সটল হওয়ার পর ফোনের সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশন থেকে বিজয় কীবোর্ড নির্বাচন করতে হবে।