স্মার্টফোনের জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী দেড়শ কোটির অধিক গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে। তবে শিগগিরই কয়েক মিলিয়ন গ্রাহক সেবাটি থেকে বঞ্চিত হতে পারে বলে জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।
ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানিটি জানায়, পুরাতন সংস্করণের অ্যান্ড্রয়েড, অ্যাপল এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা তাদের অপারেটিং সিস্টেম আপডেট না করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। এটি সত্যিই খুবই কঠিন সিদ্ধান্ত।
আগামী কয়েক মাসের মধ্যেই এসব ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আইওএসের ক্ষেত্রে আইফোন ৫ অথবা এর আগের সংস্করণ এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ৪.০ অর্থাৎ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমের আগের সংস্করণে হোয়াটসঅ্যাপের সেবা থাকবে না।
এছাড়া আগামী ৩১ ডিসেম্বর থেকে উইন্ডোজ ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ।
ডিবিটেক/বিএমটি