সম্প্রতি আইফোন এসই ২ উন্মোচনের খবর ঘিরে টেক দুনিয়ায় উত্তেজনা সৃষ্টি করেছে। আগামী বছর মার্চ মাসে কম দামের নতুন স্মার্টফোন উন্মোচন হতে পারে। এই ফোনে থাকবে আইফোনের ৮ এর মতো ডিজাইন। ফোনের ভিতরে থাকবে এ১৩ বায়োনিক চিপ। ২.৭ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে থাকবে ৩জিবি র্যাম । ৩৯৯ মার্কিন ডলার দামে উন্মোচন হতে পারে নতুন এই ফোন। তবে আইফোন এসই ২ এর পরিবর্তে আইফোন ৯ নামে নতুন ফোন উন্মোচন করতে পারে কুপার্টিনোর কোম্পানিটি।
সম্প্রতি এক রিপোর্টে অ্যাপেল বিশ্লেষক মিং-চ কুও জানিয়েছিলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসই ২ উৎপাদন শুরু হবে। এই ফোনে আইফোন ১১ ফোনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার হবে।
এসই ২থেকে বাদ যাবে থ্রি ডি টাচ। আইফোন ১১ সিরিজের ফোন থেকেও এই প্রযুক্তি বাদ দিয়েছিল কোম্পানি। আইফোন ১১ সিরিজে ফেস আইডি ব্যবহার হলেও আইফোন এসই ২ ফোনে থাকতে চলেছে পুরনো টাচ আইডি।