সরকারি ঘোষণা অনুযায়ী ‘মুজিববর্ষ ২০২০’ কর্মসূচির অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সমাজে সাইবার সচেতনতার নেতৃত্ব তৈরিতে কর্মসূচি নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন তথা সিসিএ ফাউন্ডেশন।
সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার মাস মার্চজুড়ে এই কর্মসূচি পালন হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাইবার সচেতনতার নেতৃত্ব তৈরি করা এ আয়োজনের মূল লক্ষ্য।
এই কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব বিষয়ক প্রতিপাদ্য বা স্লোগান আহ্বান করেছে সিসিএ ফাউন্ডেশন। নির্বাচিত স্লোগানদাতাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।
স্লোগান পাঠাতে হবে প্রেরকের নাম-পরিচয় ও ফোন নম্বরসহ ৩০ জানুয়ারি ২০২০ এর মধ্যে এই ঠিকানায়- [email protected]। ইমেইলের বিষয় হিসেবে অবশ্যই ‘MujibBorsho Slogan’ লিখতে হবে। বিস্তারিত জানা যাবে সিসিএ ফাউন্ডেশনের ওয়েবসাইটে ( ccabd.org)।