সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) স্থাপনা ব্যবহারের করে আসছে রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটক। এবার তারা অপটিক্যাল ফাইবার লাইন ভাড়া চুক্তিতে সম্মত হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর ইস্কাটনে বিটিসিএল প্রধান কার্যালয় টেলিযোগাযোগ ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন ।
এসময় বিটিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) একেএম হাবিবুর রহমান,উপ-ব্যবস্থাপনা পরিচালক (রক্ষণাবেক্ষণ ও চালনা) মো: রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মো: শাহজাহান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (সিস্টেম অপারেশন) মো: আসাজ্জামান চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) খন্দকার জুবায়ের হাসান উপস্থিত ছিলেন।
অপরদিকে টেলিটকের জিএম প্রবাস চন্দ্র রায়, রেজাউল কবির এসময় উপস্থিত ছিলেন।