হঠাৎ কোনো বিপদে পড়েছেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করা দরকার, কিন্তু ফোন নম্বর পাচ্ছেন না। এমন সমস্যায় না পড়তে প্রয়োজনীয় কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফোন নম্বর নিজের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারেন।
নিজে বা আত্মীয়-স্বজন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে সরাসরি ওসির সাহেবের সঙ্গে কথা বলুন। সবাই যাতে দেশের সব থানার কর্মকর্তাদের ফোন নম্বর পেতে পারেন সেজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও বিশেষ অ্যাপ আছে। অ্যাপ স্টোর থেকে সেটিও ডাউনলোড করে রাখতে পারেন।
শুধু বিপদে পড়লে নয়, কোন দুর্ঘটনা, অপমৃত্যু, আগুন, অপরাধ সংঘটনের প্রস্তুতি, অপরাধীদের অবস্থান, মাদকদ্রব্য, অবৈধ আগ্নেযাস্ত্র সম্পর্কে তথ্যও জানাতে পারেন এই নম্বরগুলো ব্যবহার করে।
ডাউনলোড করুন এই লিংকে: https://play.google.com/store/apps/details?id=com.BDPlus.PolicederMobileNumber&hl=en_US