দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল আইটি চ্যালেঞ্জ (জিআইটিসি) ২০১৯-এর একটি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রথম পুরস্কারসহ দুটি সম্মাননা জিতেছে বাংলাদেশ। এর মধ্যে শ্রবণ প্রতিবন্ধী ক্যাটাগরিতে ই-টুল সার্টিফিকেশন চ্যালেঞ্জে প্রথম পুরস্কার পেয়েছে বাংলাদেশের ফারহান ইকবাল। অপরদিকে বিকাশ প্রতিবন্ধী ক্যাটাগরিতে বাংলাদেশের আশিকুর আরও একটি মেডেল জিতেছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ফেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গত ২৫ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানের পুকইয়ং ইউনিভার্সিটিতে শুরু হয় ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ২০১৯’। শ্রবণ, স্বাভাবিক বিকাশ, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী এ চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা । জানাগেছে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কর্মস্থলে এমএস অফিস ব্যবহারের দক্ষতা নিয়ে অনুষ্ঠিত ই টুল চ্যালেঞ্জ। বিশেষ অবস্থায় ওয়েব অনুসন্ধানের দক্ষতা ও সামর্থ নিয়ে ইলাইফআপ চ্যালেঞ্জ, মুভিমেকার ব্যবাহার দক্ষতা নিয়ে ই-কনটেন্ট চ্যালেঞ্জ, প্রোগ্রামিং দক্ষতা নিয়ে ই-ক্রিয়েটিভ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়।
গ্লোবাল আইটি চ্যালেঞ্জের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, চলতি বছরের ২৫ নভেম্বর থেকে তরুণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য (দলগত ও একক) বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হচ্ছে। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এ বছর যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ ২০টি দেশের তিন শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ২০১১ সাল থেকে এ প্রতিযোগিতা হচ্ছে। তবে গত পাঁচবারের মধ্যে এ বছর সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নিচ্ছেন।