তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের নারীদের সংযোগ বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নারীদের জন্য তিন দিনব্যাপী আবাসিক বুটক্যাম্প। ‘গার্লস ইনোভেশন বুটক্যাম্প’ নামের এই আয়োজনে অংশ নিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা যারা নিজেদের উদ্ভাবনী ধারণাকে একটি বাণিজ্যিক বা সামাজিক উদ্যোগে পরিণত করতে চান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বুটক্যাম্পে যোগ দিতে আসেন শিক্ষার্থীরা। দিনভর চলতে থাকে নানা সেশন।
দিনের প্রথম ধাপে শিক্ষার্থীদের সঙ্গে সেশনে অংশ নেন বিডি ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর শওকত হোসেন এবং দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচীর প্রধান ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।অংশগ্রহণকারীরা তাদের তাদের আইডিয়া নিয়ে এসময় কথা বলেন।
এছাড়াও তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্যোগ এবং ব্যাবসায় নারীরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয় তার একটি সম্যক ধারণা দিতে ক্যাম্পে উপস্থিত ছিলেন স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ডিরেক্টর ও সিইও রেজওয়ানা খান।
এছাড়াও ‘বিল্ডিং ইয়োর হাই পার্ফরমেন্স টিম’ শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন গিগা টেকের ম্যানেজিং ডিরেক্টর সামিরা জুবেরি হিমিকা।
এই ক্যাম্প চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পে অংশগ্রহণকারীর আইডিয়া থেকে ভ্যালিডেশন সেশনের মাধ্যমে সবার আইডিয়া থেকে বিভিন্ন বিবেচনায় ৭-১০টি আইডিয়াকে নির্বাচিত করা হবে।