সোমবার (১৮ নভেম্বর) ভিয়েতনামের ওয়াংনিন্থ প্রদেশের হা লং শহরের উইন্ড্যাম লিজেন্ড হোটেলে শুরু হয়েছে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডে (এপিকটা) প্রতিযোগিতার ১৯তম আসর। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে এই আসরে অংশ নিচ্ছেন ৯৪ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল।
প্রতিযোগিতার বিভিন্ন আসরে এপিকটাভুক্ত অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশের ৩২টি প্রকল্প। আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন অস্ট্রেলিয়া, ব্রুনাই, চীন, চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ আয়োজক দেশ ভিয়েতনামের প্রতিযোগীরা।
সাত দিনব্যাপী এই আয়োজন শেষ হবে শনিবার (২৩ নভেম্বর)।
প্রসঙ্গত, গতবারের এপিকটায় একটিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আরও পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিলো বাংলাদেশ।