গেলো বছরের শেষ প্রান্তিকে মোট ৩ হাজার ৭৩৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন লিমিটেড। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ৭.২ শতাংশ কম। চতুর্থ প্রান্তিক শেষে কোম্পানিটির মোট গ্রাহক দাঁড়িয়েছে ৮ কোটি ৪৩ লাখে। এরমধ্যে ৪ কোটি ৮০ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে অপারেটরটি। এ নিয়ে গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো রিসব্যাক বলেন, “পূর্বের বছরগুলোর তুলনায় এ বছর আমাদের মোট রাজস্ব ৪.৯ শতাংশ এবং সাবস্ক্রিপশন ও ট্রাফিক খাতে রাজস্ব ৪.৬ শতাংশ কমেছে। মূলত সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ডেটা ব্যবহারে গ্রাহকদের অতিরিক্ত সতর্কতার ফলে এমনটি ঘটেছে। আমরা আশাবাদী যে অর্থনীতি স্বাভাবিক পরিস্থিতিতে ফিরলে এবং মোবাইল হ্যান্ডসেট ও ডেটা ব্যবহার বৃদ্ধি পেলে আমাদের রাজস্বও ধীরে ধীরে বাড়বে। দক্ষ পরিচালন ব্যবস্থা এবং সঠিকভাবে মূলধন বরাদ্দের ফলে ২০২৪ সালে আমাদের ইবিআইটিডিএ’র পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার৬২৩’ কোটি টাকায় এবং ইবিটিডিএ মার্জিনের পরিমাণ ৬০ শতাংশের বেশি। মূলত গত বছরের চতুর্থ প্রান্তিকের এককালীন প্রভাবের কারণে কর পরবর্তী মোট মুনাফার পরিমাণ গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে।“
তিনি আরও বলেন, “শক্তিশালী ব্যালেন্স শীটের কারণে এ বছরের মতো চ্যালেঞ্জিং অর্থনীতির মধ্যেও আমরা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে বিনিয়োগের চিন্তাভাবনা করতে পারছি। পাশাপাশি এটি একটি আকর্ষণীয় ও অনুমানযোগ্য লভ্যাংশ নীতির ভিত্তিও তৈরি করেছে। ২০২৪ সালের জন্য শেয়ার প্রতি ১৭ টাকা চূড়ান্ত লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে বোর্ড। এর আগে দ্বিতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি ১৬ টাকা লভ্যাংশ প্রদান করেছিলাম আমরা। এর ফলে ২০২৪ সালে প্রদেয় মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়ালো ৪,৪৫৫ কোটি টাকা যা কর পরবর্তী মোট মুনাফার ১২২.৭৩ শতাংশ।”