যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর ওয়েবসাইট হঠাৎ করে অফলাইনে চলে গেছে, যার কোনো ব্যাখ্যা দেয়নি প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে প্রথম দিন থেকেই বিদেশি সহায়তা স্থগিত করেন, যার ফলে হাজারো কর্মী ছাঁটাই ও উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেছে। খবর সিএনএন।
ডেমোক্র্যাটরা উদ্বেগ প্রকাশ করেছেন যে ট্রাম্প প্রশাসন হয়তো স্বাধীন সংস্থা হিসেবে ইউএসএআইডি বিলুপ্ত করে তা পররাষ্ট্র দপ্তরের অধীনে নিতে চাইছে। তবে ট্রাম্প ও রিপাবলিকানরা মনে করেন, অনেক বিদেশি সহায়তা প্রকল্প অপ্রয়োজনীয় এবং তা উদারপন্থী সামাজিক এজেন্ডাকে এগিয়ে নেয়।
ট্রাম্পের নীতির বিরোধিতা করে সিনেটর ক্রিস মারফি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে কংগ্রেস অনুমোদিত সংস্থা বিলুপ্ত করা সংবিধান লঙ্ঘনের শামিল। এদিকে ধনকুবের ইলন মাস্ক ইউএসএআইডি বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন এবং এক্স-এ (পূর্বে টুইটার) পোস্ট করেছেন, “নির্বাহী আদেশে বেঁচে থাকলে, নির্বাহী আদেশেই বিলীন হতে হবে।”
পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখার নির্দেশ দিলেও, কোন কোন প্রকল্প চালু থাকবে সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রিপাবলিকানরা চাইছে ইউএসএআইডি-এর বাজেট পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আনতে, আর ডেমোক্র্যাটরা এর স্বাধীনতা বজায় রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি