রাজধানীর অদূরে বেরাইদের ১০০ ফিটের অ্যাথলেটস হাবে বসেছে ডব্লিউপিসি গেইম। রবিবার মাঠে গড়িয়েছে দেশের প্রথম ডিজিটাল ও ফিজিক্যাল ফুটবলের সমন্বয়ে পরিচালিত এমএসআই বাংলাদেশ ফিজিট্যাল ফুটবল চ্যাম্পিয়নশীপ।
তিন দিনের এই ফিফা চ্যাম্পিয়নশিপে চারটি গ্রুপে অংশ নিয়েছে ১৬টি দল। দলগুলো হলো- এসইইউ সিএসই, মির ইউনি, এক্সএল, টিবিএ, গাল ডায়ান, স্পট ডিফ, ব্র্যাক, মাইনেইবার্স, দ্য প্রিড, ডেডশট এফসি, টিম কেকে এবং এফসি রাগনারক। একেকটি দলে রয়েছেন তিন জন কম্পিউটা গেমার। এদের মধ্যে একজনকে খেলতে হচ্ছে মাঠে। আর মাঠের খেলায় থাকছেন গোলরক্ষক সহ ৫জন। মাঠে ১০ মিনিটের ম্যাচ খেলেই দৌড়ে গিয়ে অনলাইন ফিফা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দলের একজন খেলোয়াড়।
সকালে প্রথম খেলায় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ৬৫ দলের মুখোমুখি হয় মিরপুর ইউনাইটেড দল। এরপর মাঠে নামে এক্সএল এবং টিবিএ দল। এদের মধ্যে কোর্টার ফাইনালে ওঠে এক্সএল। অপর ম্যাচে গাল ডায়ানের সঙ্গে ১১টা প্রতিদ্বন্দ্বিতায় নামে স্পট ডিফ।
বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস এসোসিয়েশানের (বাইডেসা) আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট বিজয়ী দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘গেম অব দ্যা ফিউচার’ ইভেন্টে বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করবে। মঙ্গলবার এই বিজয়ীর হাতে ট্রফি তুলে দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।