অনলাইন থেকে অফলাইনেও শপ খুলেছে ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স ব্র্যান্ড ‘বিউটি বুথ’। রাজধানীর রামপুরার রামপুরার উজ্জ্বল টাওয়ারে কেক কেটে শুক্রবার (৩১ জানুয়ারি) আউটলেটটি উদ্বোধন করা হয়।
আউটলেট উদ্বোধন উপলক্ষে সব পণ্যের উপর ১০% ছাড় এবং বিশেষ অফার দেয়া হয়েছে।
শো-রুম উদ্বাধনের অনুষ্ঠানে বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, ২০২১ সাল থেকে এতোদিন অনলাইনেই ছিলাম। এখন অনলাইনের পাশাপাশি রামপুরার আউটলেট থেকে গ্রাহকেরা সরাসরি পছন্দের প্রোডাক্ট কিনতে পারবেন। আগামীতে সারাদেশে আউটলেট জড়িয়ে দিতে চাই।