ধর্মীয় বিষয়ে ইসলামিক নির্দেশনা (ফতোয়া) দিতে বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই সেবার নাম ‘ভার্চুয়াল ইফতা’। নামাজ, যাকাত, পবিত্রতা এবং ইবাদত বিষয়ক প্রশ্নের উত্তর দেবে এই কম্পিউটার বট।
দুবাইয়ের আমিরাতি টাওয়ারে এই প্রযুক্তি সেবাটি চালু করেছে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস দফতর (আইএসিএডি)। সংস্থাটির প্রধান তারিক আল ইমাদি জানিয়েছেন, প্রাথমিকভাবে ভার্চুয়াল ইফতা নামাজ সম্পর্কিত প্রায় ২০৫ টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। অল্পদিনের মধ্যেই একজন ইসলামিক পণ্ডিত বা মুফতীর পরিবর্তে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-চালিত এই ‘ভার্চুয়াল ইফতা’ ইন্টারনেট চ্যাটে প্রশ্নকারীদের ইসলামিক নানা বিষয়ে প্রশ্ন লাইভ গ্রহণ করবে এবং জবাবও দিবে।
আপাতত ওয়েবসাইটে www.iacad.gov.ae এই সেবা মিলছে আরবি’র পাশাপাশি ইংরেজি ভাষায়। ওয়েবসাইটের ডান দিকের ‘চ্যাট উইথ আজ’ আইকনে ক্লিক করে চ্যাট করা যাবে। তবে অল্পদিনের মধ্যেই এই সুবিধাটি হোয়াটসঅ্যাপেও যুক্ত হবে। যোগ করা হচ্ছে আরো বেশ কিছু ভাষাও।
জানাগেছে, সরকারি সেবা প্রদান ও সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য শহর থেকে দুবাইকে দশ বছর এগিয়ে থাকা শহর হিসেবে তুলে ধরতেই দুবাই ১০ এক্স” কর্মসূচির অধীনে এই উদ্যোগ নেয়া হয়েছে।