চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ এর উদ্যোগে “নবাগত শিক্ষার্থীদের বরণ ও একাডেমিক ভবনের ৩য় তলার শুভ উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। উদ্বোধনশেষে স্কুল ও কলেজের ক্লাসরুম, ল্যাব পরিদর্শন করেন তিনি।
চুয়েট আইআইসিটি এর পরিচালক ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ মিসেস রুনু মজুমদার।
এতে উপস্থিত ছিলেন চুয়েট আইকিউএসি এর পরিচালক ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের একাডেমিক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভুঁইয়া ও মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের এর সদস্য প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক জনাব মোঃ ফিরোজ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন করা নয়, এর বাইরেও আরও অনেক কিছু আছে। অর্জিত শিক্ষা তৈরি করবে একজন দায়িত্বশীল, নৈতিক এবং দক্ষ নাগরিক হিসেবে। মনে রাখতে হবে, এই শিক্ষাজীবন এমন একটি সময়, যা ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে। আমাদের সবার মধ্যে একটি অনন্য প্রতিভা লুকিয়ে আছে। হয়তো এখন তা আমরা বুঝতে পারছি না। কিন্তু সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রম করে সেই প্রতিভাকে বিকশিত করতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “ জীবনের পথ কখনো মসৃণ নয়। প্রতিটি সাফল্যের পেছনে থাকে কঠোর পরিশ্রম এবং অগণিত ব্যর্থতা। ব্যর্থতা কখনো তোমাদের দমিয়ে রাখতে পারে না, যদি তোমরা তা থেকে শিক্ষা নিতে পার। তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতেই। তোমরা এই প্রতিষ্ঠান থেকে যা কিছু শিখবে, তা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, কঠিন পরিশ্রম এবং আত্মবিশ্বাসই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তোমরা যদি সঠিকভাবে এগিয়ে যাও, একদিন তোমাদের মধ্য থেকে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, আবার কেউ সমাজের নেতৃত্ব দেবে। তোমাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য করে তোমাদের গড়ে তোলার দ্বায়িত্ব সন্মানিত শিক্ষকদের। আমি আশা করি সকলের প্রচেষ্টায় আমরা আমাদের কাঙিক্ষত লক্ষে পৌছাতে পারবো, আল্লাহ আমাদের সহায় হউক।”

চুয়েট অফিসার্স এসোসিয়েশনের জরুরী সাধরণ সভা অনুষ্ঠিত
এদিকে দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অফিসার্স এসোসিয়েশনের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে কর্মকর্তাদের গ্রেড ভিত্তিক তালিকা প্রণয়নের বিষয়ে উন্মক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় এসোসিয়েশনের সকল সদস্য গ্রেড ভিত্তিক তালিকা প্রণয়নের জন্য মতামত উপস্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত সমুহ প্রশাসনকে অবহিত করার পাশাপাশি আগামীকাল সোমবার দুপুরে অনুষ্ঠেয় সাধারণ সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লাইব্রেরীয়ান মো: আবদুল খালেক সরকার, ডেপুটি রেজিস্ট্রার নাজনীন আকতার, প্রবীর চন্দ্র ভৌমিক, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ ওয়াহিদুুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ ফজলুল রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রুপম দাশ, চীফ টেকনিক্যাল অফিসার কাজী শাহেদ হাসান, মো হারুন, সহকারী কম্পট্রোলার মোঃ জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও দপ্তর সম্পাদক মোঃ রুবেল মাহমুদ ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শহিদুজ্জামান।