ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে নিজেদের ব্র্যান্ডের স্মার্টফোন কেনার সুযোগ করে দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। বৈশ্বিক ফিনটেক প্ল্যাটফর্ম পাম পে’র সাথে অংশীদারিত্বে এই সুযোগ সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি।
এই সুযোগটি নিয়ে দশ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের প্রাথমিকভাবে মাত্র ২, ৫০৫ টাকা দিতে করতে হবে। যার মধ্যে ডাউন পেমেন্ট ২০ শতাংশ- ২ হাজার টাকা; এককালীন সদস্য ফি ২৫ টাকা; প্রসেসিং ফি (ঋণের পরিমাণের ১ শতাংশ) ৮০ টাকা এবং নিরাপত্তা জামানত (মোট মূল্যের ৫ শতাংশ) ৪০০ টাকা; যা শেষ কিস্তিতে সমন্বয় হবে।
বাকি অর্থ, মাসিক দুই শতাংশ সার্ভিস চার্জসহ, ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রতিটি কিস্তি হবে ১,৪৯৪ টাকা এবং শেষ কিস্তি, নিরাপত্তা জামানতের কারণে হ্রাসপ্রাপ্ত হয়ে হবে ১,০৯৪ টাকা।
এই ব্যবস্থায় গ্রাহকরা কোন প্রকার লুকায়িত খরচ ছাড়াই আর্থিক নমনীয়তা উপভোগ করতে পারবেন বলে আশ্বস্ত করেছে ইনফিনিক্স বাংলাদেশ।