মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো উন্নয়নে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ওপেনএআই, সফটব্যাংক এবং ওরাকল যৌথভাবে ‘স্টারগেট’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে, যেখানে ২০টি অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণ করা হবে। খবর রয়টার্স।
প্রকল্পটির প্রথম ধাপেই ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। বাকি অর্থ ২০২৯ সালের মধ্যে ধাপে ধাপে বিনিয়োগ করা হবে। ওরাকল চেয়ারম্যান ল্যারি এলিসন জানিয়েছেন, টেক্সাসে প্রথম ডেটা সেন্টার নির্মাণ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রতিটি সেন্টার হবে ৫ লাখ বর্গফুট আয়তনের এবং এটি ১ লাখের বেশি কর্মসংস্থান তৈরি করবে।
অনুষ্ঠানে সফটব্যাংকের সিইও মাসায়োশি সন এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। অল্টম্যান বলেন, “কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) উন্নয়নে এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
বিনিয়োগের ঘোষণা আসার পরই ওরাকল, এনভিডিয়া এবং ডেলের শেয়ারের দাম বেড়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এআই ডেটা সেন্টারের জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর চাপ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি করতে পারে।
এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে।
ডিবিটেক/বিএমটি