দ্বিতীয়বারের মতো ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন চালু করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd)। দারজ জানিয়েছে, এই ক্যাম্পেইনের অধীনে আজ ৩ নভেম্বর মাত্র ৩০ হাজার টাকায় থাকছে ১.৫ টন মিডিয়া নন ইনভারটার স্প্লিট এসি, ৫ নভেম্বর সনি ব্রাভিয়া স্মার্ট টিভি কেনা যাবে ৪৩ হাজার টাকায়, ৬ নভেম্বের মাত্র ৩৬ হাজার ৭০০ টাকায় থাকছে শার্প রেফ্রিজারেটর এবং ৯ নভেম্বর মাত্র ৭ হাজার ১৮২ টাকায় থাকছে ওয়ার্লপুল মাইক্রোওইয়েভ।
পাশাপাশি সেলারদের সবচেয়ে আকর্ষনীয় পণ্যগুলো ১ টাকা নামমাত্র মূল্যে দেয়ারও ঘোষণা করেছে দারাজ। ১ টাকা গেমের পণ্য তালিকায় থাকছে গাড়ি, মোটর সাইকেল, মোবাইল, টিভি, ফ্রিজ, এসি সহ অনেক কিছু। এছাড়াও আছে ১১টা ডিল থেকে শুরু করে নানান অফার।
প্রসঙ্গত, ইলেভেন ইলেভেন (দারাজ ১১.১১ সেল) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট, যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।