২০২৪ সালের ডিসেম্বরে চীনে অ্যাপলের আইফোন বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্লেষক মিং-চি কুয়ের নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় এই বিক্রি ১০ থেকে ১২ শতাংশ হ্রাস পেয়েছে। খবর জিএসএম এরিনা।
কুয়ের মতে, আইফোন ১৬ সিরিজে উল্লেখযোগ্য নতুনত্বের অভাবই বিক্রির এই পতনের প্রধান কারণ। চীনে গ্রাহকরা নতুন সিরিজটিকে খুব একটা ইতিবাচকভাবে গ্রহণ করেননি, কারণ এটি পূর্ববর্তী প্রজন্মের তুলনায় তেমন কোনো বড় পরিবর্তন আনতে পারেনি।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীনের স্মার্টফোন বাজার ডিসেম্বরে মোটামুটি স্থিতিশীল ছিল। তবে এমন বাজার পরিস্থিতিতেও অ্যাপলের এই পতন কোম্পানির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২০২৫ সালের প্রথমার্ধে অ্যাপলের বিক্রি আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কু। নতুন আইফোন এসই৪ চালু হলেও এসই সিরিজ সাধারণত বাজারে বড় কোনো প্রভাব ফেলতে পারে না।
এছাড়া, ২০২৫ সালে আসন্ন আইফোন ১৭ সিরিজ নিয়েও কু খুব আশাবাদী নন। গুজব অনুসারে, আইফোন ১৭ সিরিজ শুধুমাত্র ই-সিম প্রযুক্তির ওপর নির্ভর করবে এবং এতে কোনো ফিজিক্যাল সিম স্লট থাকবে না। চীনের অনেক মোবাইল অপারেটর এখনো ই-সিম সমর্থন করে না, যা গ্রাহকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।
মিং-চি কুয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী ২২৫ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি হতে পারে। যদিও এটি ২০২৪ সালের ২২০ মিলিয়নের তুলনায় সামান্য বেশি, তবে প্রত্যাশিত ২৪০ মিলিয়ন ইউনিটের থেকে অনেক কম।
ডিবিটেক/বিএমটি