যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন দেশের শীর্ষ সরকারি কর্মকর্তাদের উপর নজরদারি করতে এই বছরের প্রথমদিকে হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়। হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হ্যাক করে ব্যবহারকারীর ফোনের অ্যাক্সেস নিয়ে নেওয়া হয়। ফেসবুকের মালিকানাধীন মেসেজিং সেবার এক তদন্তে এই তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স।
হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ তদন্তের সাথে যুক্ত সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হ্যাকিংয়ের শিকার হওয়া কর্মকর্তাদের অধিকাংশই বিশ্বের পাঁচটি মহাদেশের অন্তত ২০টি দেশের শীর্ষস্থানীয় সরকারি ও মিলিটারি কর্মকর্তা।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসরাইলের হ্যাকিং টুল ডেভেলপার এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে। হোয়াটসঅ্যাপের দাবি, এনএসও গ্রুপ একটি হ্যাকিং প্লাটফর্ম তৈরি ও বিক্রি করে যা হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারে প্রবেশ করে কমপক্ষে ১৪০০ ব্যবহারকারীর সেলফোনকে হ্যাক করতে সক্ষম হয়।
তবে কে বা কারা এই সফটওয়্যার ব্যবহার করে হ্যাকিং করেছে তা পরিস্কার নয়। অন্যদিকে এনএসও জানিয়েছে, তারা শুধুমাত্র সরকারি ক্রেতাদের কাছে তাদের স্পাইওয়্যার বিক্রি করে থাকে।
ডিবিটেক/বিএমটি