ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চীনের সাংহাইতে তাদের এনার্জি স্টোরেজ গিগাফ্যাক্টরিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। মঙ্গলবার টেসলা চায়না জানিয়েছে, এ কারখানায় বাণিজ্যিক উৎপাদন আগামী বছরের শুরুতে শুরু হবে। খবর রয়টার্স।
এ গিগাফ্যাক্টরি মূলত এনার্জি স্টোরেজ সিস্টেম উৎপাদনের জন্য নির্মিত হয়েছে, যা টেসলার বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি তাদের টেকসই জ্বালানি সমাধানের অংশ। এটি টেসলার চীনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রতিষ্ঠানটির গ্লোবাল এনার্জি ব্যবসায় প্রসারে সহায়তা করবে।
উল্লেখ্য, টেসলা বর্তমানে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের পাশাপাশি এনার্জি স্টোরেজ ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রযুক্তির উন্নয়নেও ব্যাপকভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
ডিবিটেক/বিএমটি