কালো কালি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পেঙ্গুইনের ছবি এঁকে ঢেকে দেয়া হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে থাকা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল।
দলবেধে বিক্ষুব্ধ ছাত্ররা এই কাজটি করেছে। একই সঙ্গে এই কাজ করার পর ম্যুরালের ওপরই ‘দুঃখিত’ লিখে দিয়েছে। তারা এ ধরনের ম্যূরাল দিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ অপচয় নিয়েও প্রশ্ন তুলেছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্লানিং, ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর জানিয়েছে, এখনো এই স্থাপনাগুলোর বিষয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রমতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৭০ লাখ টাকা ব্যয় ম্যুরাল দুটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজের টাকা এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ম্যুরাল নিয়ে এখনো কিছু জানায়নি। বর্তমান প্রশাসন যা করতে বলবে তাই করা হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের সামনে ২০২৩ সালের জুন মাসে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার ম্যুরাল নির্মাণ কাজ শুরু হয়েছিল। স্থাপত্য বিভাগের নকশায় ব্যয়বহুল টেরাকোটা ও সিরামিকের মাধ্যমে ভাষা আন্দোলন, ৬ দফা, ৭ মার্চ ও বঙ্গবন্ধুর জীবন তুলে ধরে নির্মাণ করা হয়েছিল ‘বঙ্গবন্ধু ম্যুরাল’।
তবে ২০২৪ সালের জুলাই মাসে নির্মাণকাজ শেষ হওয়ার পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কিছু সাধারণ শিক্ষার্থী ম্যুরালে থাকা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার শিল্পকর্ম কালি দিয়ে মুছে দেয়। বঙ্গমাতার প্রতিকৃতিতে পেঙ্গুইনের ছবি এঁকে দেয়া হয়। বর্তমানে জায়গাটিকে শিক্ষার্থীরা মজা করে ‘পুকি চত্বর’ বলে থাকে ডাকে।