রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্যকেন্দ্র মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হবে প্রযুক্তিতে নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার। সেমিনারে শোনা যাবে দেশের প্রযুক্তি খাতের নারীদের গৌরবগাঁথা। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের উদ্যোগে নিজেদের দক্ষতা, সাহসিকতার ও সফলতার অভিজ্ঞতা তুল ধরবেন বক্তারা। পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সেখান থেকে আয়ের কৌশলও শিখতে পারবেন নিবন্ধিত অংশগ্রহণকারীরা।
সকাল ১০টা শুরু হবে গ্লোরি গার্লস অরিয়েন্টেশন। তখন মিট অ্যান্ড গ্রিট পর্বে থাকছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত লেখক, শিশু অধিকার কর্মী ও জলবায়ু পরিবর্তন সংস্কারক ফাতিহা আয়াত।
আড্ডা-গল্পে ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সামনে এলিগ্যান্ট আইটি চেয়ারম্যান ফাহমিদা হোসাইন, ডক্টোরোলা এমডি সৈয়দা নাফিসা রেজা বর্ষা, জাহান এড্যুকেশন কনসাল্টিং প্রতিষ্ঠাতা তামান্না জাহান, ডিজাইনার্স টু ইন্টেরিয়র্স এমডি সুমাইয়া হক, ইন্টেরিয়র আর্কিটেক্ট অরূপা দত্ত তুলে ধরবেন চলার পথের বাস্তব অভিজ্ঞতা।
এরপর নারীর ক্ষমতায়নে প্রযুক্তি বিষয়ে আলোচনা করবেন ডার্ক কাক প্রতিষ্ঠাতা নওরিন হক হৃদি, ডিকাস্টালিয়া ডিরেক্টর সাবিলা ইনুন, টুগ্যাদার ইনিশিয়েটিভস চেয়ানম্যান সৈয়দা নওশাদ জাহান প্রমী এবং বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) চেয়ারম্যান ডা. তানজিবা রহমান।
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের দ্বিতীয় এই আসরে এরইমধ্যে আইসিটিওবি গ্লোরি গার্লস টিমের নামও প্রকাশ করা হয়েছে। স্নিগ্ধা দে’র নেতৃত্বে এই দলে রয়েছেন-সাকিবা, সাবিকুন নাহার রিম্মি, ইশরাত জাহান কাদরী, কিয়াফাত নুজহা, সামিয়া আলমা, ঐশী দেবনাথ, রেহনুমা তাবাস্সুম, মিশকাতুল আলম জবা, সামিয়া তাসনিম, সারাবান তহুরা নোভা এবং ফাবলিহা আফফাফ।